ম্যানেজার এ্যাডমিন পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ (2025-09-21 10:17:48)
পিএমকে হসপিটাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার সরকার অনুমোদিত একটি বেসরকারী হসপিটাল। ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো চৌরাস্তা সংলগ্ন উক্ত হসপিটালটি বিগত প্রায় ১০ বছর যাবৎ সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমানে জরুরী বিভাগ, আন্তঃবিভাগ ও বর্হিবিভাগে চিকিৎসাসহ বিভিন্ন প্রকার অস্ত্রোপচার কার্যক্রম চালু রয়েছে। হসপিটালের সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
ক্রমিক নং-০১
পদের নাম- ম্যানেজার এ্যাডমিন (পুরুষ) ০১ জন
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
হসপিটাল/সুনামধন্য প্রতিষ্ঠানে প্রশাসন ও মানবসম্পদ বিভাগে কমপক্ষে ০৩ (তিন) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ভাতা- যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আলোচন সাপেক্ষে আকর্ষনীয়
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
অন্যান্য শর্তসমূহঃ
১.আবেদনের জন্য বয়সসীমা নূন্যতম ৩২ বছর থেকে অনুর্দ্ধ ৪৫ বছর।
২.প্রার্থীকে সপ্তাহে ০৫ (পাঁচ) দিন ২৪ ঘন্টা হসপিটালের আবাসিকে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ০২ (দুই) দিন সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারবেন।
৩.হসপিটালের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙ্গিন ছবিসহ ‘প্রধান উপদেষ্টা, পিএমকে হসপিটাল বরাবর আবেদনপত্র সরাসরি, ডাক/কুরিয়ারযোগে
অথবা ই-মেইলের মাধ্যমে আগামী ০৯.১০.২০২৫ তারিখের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। বি:দ্রঃ
ই-মেইল এ সিভি/ডকুমেন্ট প্রেরণের ক্ষেত্রে সাবজেক্টের স্থলে অবশ্যই পদের নাম উল্লেখ
করতে হবে। মৌাখক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
সেন্টার ডায়াগনষ্টিক এ্যান্ড হসপিটাল পিএমকে
জিরাবো (ঢাকা-আশুলিয়া ডিইপিজেড সড়ক, জিরাবো চৌরাস্তা হতে ১০০ গজ উত্তরে),
আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪১।
ই-মেইল: hrpmk@gmail.com
অথবা, pmkhospital2015@gmail.com