• Zirabo, Ashulia, Dhaka-1341, Bangladesh

পরিচালক (মাইক্রোফাইন্যান্স) এবং উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ (2025-09-21 09:56:54)

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য  নিম্নোক্ত পদসমুহে লোক নিয়োগ করা হবে।


ক্রমিক নং- ০১

পদের নামপরিচালক (মাইক্রোফাইন্যান্স) ০২ জন

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতাযে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান। বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা ও বয়স- জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে ১৫(পনের) বছর এবং সমপর্যায়ে পদে ০৫ (পাঁচ) বছর অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স ঋণ কার্যক্রমকে উন্নত এবং যুগপোযোগী করার ব্য্পারে পারদর্শী হতে হবে। ঋণকার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নে দক্ষ হতে হবে। বার্ষিক বাজেট প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন তৈরী, প্রকল্প প্রস্তাবনা এবং সংস্থার অর্থ তহবিল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পরিচালনার জন্য নেতৃত্বদানে দক্ষতা সম্পন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীদের কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ চরিত্রবান হতে হবে। কম্পিউটার পরিচালনায় (MS Word, MS Excel, Power point, E-Mail, Internet Browsing) দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৫৫ বছর (৩১.০৮.২০২৫ তারিখে)। 


ক্রমিক নং- ০২

পদের নামউপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ০৫ জন

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতাযে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান। বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা ও বয়স- জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং নূন্যতম ৪০টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে। আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক। আগ্রহী প্রার্থীদের কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে। বয়স সর্বোচ্চ ৫৫ বছর (৩১-০৮-২০২৫তারিখে)।



আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে),  প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা ঠিকানায় আগামী ০৯.১০.২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগ/কুরিয়ার এর মাধ্যমে প্রেরণ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই পদের নাম, মোবাইল নিজস্ব -মেইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রর্থীদের ০৬ (ছয়) মাসের জন্য অস্থায়ীকাল হিসেবে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ীকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র শনিবার) দিন। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।



Share