• Zirabo, Ashulia, Dhaka-1341, Bangladesh

post-image

চুড়ান্ত দেনা-পাওনার চেক প্রদান।

জনাব, এম.এ জলিল, প্রোগ্রাম ম্যানেজার, তিনি প্রায় ২০ বছর যাবৎ সুনাম ও দক্ষতার সহিত পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-তে কর্মরত ছিলেন, গত ৩০-১২-২০২২ইং তারিখে সংস্থা হতে তিনি অবসর গ্রহণ করেন। অদ্য ০৫-০২-২০২৩ ইং তারিখে সংস্থা তার জামানত, পিএফ, গ্র্যাচুয়িটি সহ সম্পূর্ন দেনা-পাওনার চেক প্রদান করেন । সংস্থার প্রধান নির্বাহী মহোদয় জনাব, কামরুন নাহার তাহার আগামী দিনের সাফল্য কামনা করেন।