Citizen Charter (নাগরীগ সনদ)
ভিশন (রূপকল্প) ঃ এমন একটি সমাজ প্রতিষ্ঠা যা অর্থনৈতিকভাবে উৎপাদনশীল, সামাজিকভাবে ন্যায়সঙ্গত, পরিবেশগতভাবে সুস্থ ও স্বাস্থ্যসম্মত এবং গণতান্ত্রিকভাবে কার্যকর ও বৈষম্যমুক্ত হবে।
মিশন (অভিলক্ষ্য) ঃ অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারীদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা প্রাপ্তি সহজীকরণের মাধ্যমে অংশগ্রহণমূলক টেকসই উন্নয়ন এবং দারিদ্রতা নির্মূলকরণের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে নারী-পুরুষের ক্ষমতায়ন নিশ্চিতকরণ।
আইনগত বৈধতা ঃ
ক. “পিএমকে” অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এবং অলাভজনক সংস্থা হিসেবে “সমাজসেবা অধিদপ্তর” এ নিবন্ধিত হয় ২৭ নভেম্বর ১৯৮৮ সালে; যার নিবন্ধন নম্বর-ঢ-০২২১৮।
খ. ফরেন ডোনেশনস (ভলান্টারী এ্যাকটিভিটিস) এর রেগুলেশন এ্যাক্ট ১৯৭৮ এর অধীন “এনজিও বিষয়ক ব্যুরো”তে নিবন্ধিত হয় ২৭ মে ১৯৯৩ সালে; যার নিবন্ধন নম্বর-৭০৯।
গ. “রেজিষ্টার অব জয়েন ষ্টক কোম্পানীজ এ্যান্ড ফার্মস” এ নিবন্ধিত হয়, ০৩ সেপ্টেম্বর ২০০৭ সালে; যার নিবন্ধন নম্বর এস-৭০১৭(২০৫)/০৭।
ঘ. “মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)”, ঢাকা এর মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন ২০০৬ (২০০৬ সনের ৩২ নং আইন) এর ধারা ১৬ এর উপ-ধারা (৩) অনুযায়ী ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ প্রাপ্ত হয় ২৯ জুলাই ২০০৮ সালে, যার সনদ নং-০০৮৬২-০০৩৮৭-০০৩১২; এমআরএ-০০০০৩১৫।