• Zirabo, Ashulia, Dhaka-1341, Bangladesh

post-image

সদস্যদের আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনয়নে এসএমএস সার্ভিস-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)১৯৮৮ সাল থেকে গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ণে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সদস্যদের আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এবং DataSoft Systems Bangladesh Limited-এর মধ্যে এসএমএস সার্ভিস-এর চুক্তি স্বাক্ষর করা হয়।। উক্ত এসএমএস সার্ভিস-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত আছেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর মাননীয় প্রধান নির্বাহী জনাব কামরুন-নাহার, উপ-সহকারি পরিচালক (হিসাব বিভাগ) সৈয়দ আকমাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার (এমআইএস এন্ড আইসিটি) নূরুল ইসলাম টনি  এবং DataSoft Systems Bangladesh Limited এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।