নিয়োগ বিজ্ঞপ্তি (2023-08-16 13:01:57)
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত Skills for Employment Investment Program (SEIP) এর Food & Beverage Production ট্রেড এর জন্য নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্রঃনং | পদের
নাম | শিক্ষাগত
যোগ্যতা ও বেতন ভাতা | বয়স ও অভিজ্ঞতা |
০১ | ইনস্ট্রাক্টর (ফুড এন্ড বেভারেজ প্রডাক্টশন) ০১ জন। | স্নাতক/ডিপ্লোমা, NTVQF Level-03, CBTA Trainer Part Complete
বেতন আলোচনা সাপেক্ষ। | যে কোন ধরণের ফুড এন্ড বেভারেজ প্রডাক্টশন এর উপর 0৫ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৪০ বছর (৩১.০৮.২০২৩ তারিখে) । |
শর্তাবলীঃ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
আগ্রহী প্রার্থীগণকে প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা, বরাবর আবেদনপত্রসহ বিস্তারিত সিভি ই-মেইলে (hr.training@pmk-bd.org) আগামী ২৪.০৮.২০২৩ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।