• Zirabo, Ashulia, Dhaka-1341, Bangladesh

JOB CIRCULAR

ইনস্ট্রাক্টর-(ফ্যাশন গার্মেন্টস) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত Skills for Employment Investment Program (SEIP) এর Fashion Garments ট্রেড এর জন্য নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


ক্রমিক নং
পদের নাম
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা ও বয়স
০১

ইনস্ট্রাক্টর-(ফ্যাশন গার্মেন্টস)

বেতন আলোচনা সাপেক্ষ।

স্নাতক, NTVQF Level-03, CBTA Trainer Part Complete


বয়স সর্বোচ্চ ৪০ বছর (৩০.০৮.২০২২ তারিখে) ।

যে কোন ধরণের পোশাক তৈরীতে সক্ষম এবং 0৫ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সার্টিফিকেট এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা  এই ঠিকানায় আগামী ২৭.০৯.২০২২ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হবে।

শর্তাবলীঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। চাকরিতে যোগদানের সময় সর্বসাকুল্যে বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmk-bd.org



নিয়ো্গ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান। যার এমআরএ সনদ নং- ০০৮৬২-০০৩৮৭-০০৩১২ উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


ক্রমিক নং
পদের নাম
পদের নংখ্যা
শিক্ষাগত যোগ্যতা
বয়স
অভিজ্ঞতা
বেতন ভাতা ও অন্যান্য সবিধাদি
০১
গ্রোগ্রাম ম্যনেজার
১০ জন
স্নতকোত্তর/সমমান সর্বোচ্চ ৪০ বছর

কমপক্ষে ১৫-২০টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

আলোচনা সাপেক্ষে

০২ Co-Ordinator (Raise Project)
০১ জন স্নতকোত্তর/সমমান

সর্বোচ্চ ৪৫ বছর

১০ বছর
৬০,০০০/-
০৩ Case Management Officer (Raise Project)

০১ জন

স্নতকোত্তর/সমমান

সর্বোচ্চ ৪৫ বছর

০৫ বছর

৪৫,০০০/-
০৪ Life Skills & Entrepreneurship Development Officer (Raise Project)
০১ জন

স্নতকোত্তর/সমমান

সর্বোচ্চ ৪৫ বছর

০৫ বছর

৪৫,০০০/-
০৫ Civil Engineer

০১ জন

Diploma

সর্বোচ্চ ৪০ বছর

০৫ বছর

আলোচনা সাপেক্ষে
০৬ Electrician
০১ জন Diploma
সর্বোচ্চ ৪০ বছর

০৫ বছর

আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সার্টিফিকেট এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা  এই ঠিকানায় আগামী ২০.১০.২০২২ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হবে।

শর্তাবলীঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে।  চাকরিতে যোগদানের সময় সর্বসাকুল্যে বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmk-bd.org




নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ ইং


নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২২ ইং

নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে।



নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নং-পিএমকে/প্রশা/৪৫/২০২৩/২০                                                                                                                                                                      তারিখ t ০৯.০২.২০২৩



পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)  এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।

ক্রঃনং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

অভিজ্ঞতা ও বয়স

০১

শাখা ব্যবস্থাপক-৩০ জন

স্নাতকোত্তর অথবা সমমান

শিক্ষানবিশকালে ৩০,০০০/-

স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৭,৪৫০/- টাকা (পিএফসহ)।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে ০৩ (তিন) বছর অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। Computer এ বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (৩১.০১.২০২৩ তারিখে)। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

       নির্বাচিত প্রার্থীদের (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ০২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

       আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আগামী ২৬.০২.২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে।

শর্তাবলীঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময়ে মোট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

নোটঃ নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীকে সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।


নিয়োগ বিজ্ঞপ্তি- মার্চ-২০২৩

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচিতে কাজ করার জন্য নিম্নবর্ণিত পদসমূহে লোক নিয়োগ করা হবে।


ক্রমিক নং
পদের নাম
পদের সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা ও বয়স
০১


উপ-পরিচালক
( মাইক্রোফাইন্যান্স)


০৫ জন

যে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
শিক্ষানবিশকালে ৯০,০০০/- টাকা
স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ১,০৩,৯২০/- টাকা (পিএফসহ)।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায়  সম পর্যায়ের পদে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর এবং নূন্যতম ৪০টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর (২৮.০২.২০২৩ তারিখে)।

০২

প্রোগ্রাম ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স)

১০ জন

যে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
শিক্ষানবিশকালে ৬৫,০০০/- টাকা
স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৭৭,৭৮০/- টাকা (পিএফসহ)।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায়  কমপক্ষে ১০ (দশ) বছর এবং সম পর্যায়ের পদে ০৩ (তিন) বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ২০-২৫টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর (২৮.০২.২০২৩ তারিখে)।

০৩

সহকারী প্রোগ্রাম ম্যানেজার  (মাইক্রোফাইন্যান্স)

৩০ জন

যে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
শিক্ষানবিশকালে ৪২,০০০/- টাকা
স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৫০,৮৫০/- টাকা (পিএফসহ)।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায়  কমপক্ষে ০৫ (পাঁচ) বছর এবং সম পর্যায়ের পদে ০৩ (তিন) বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৫-০৭টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (২৮.০২.২০২৩ তারিখে)।

০৪

শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স)

৫০ জন

যে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
শিক্ষানবিশকালে ৩৮,০০০/- টাকা
স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৪২,৮২০/- টাকা (পিএফসহ)।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায়  সম পর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছর অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ঈড়সঢ়ঁঃবৎ পরিচালনায় বেসিক  ধারণা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (২৮.০২.২০২৩ তারিখে)।

০৫

কো-অর্ডিনেটর
(RAISE Project;) (PKSF-
এর অর্থায়নে পরিচালিত)।

০১ জন

সরকার কর্তৃক অনুমোদিত যে কোন বিশ^বিদ্যালয় হতে এমবিএ/ব্যবস্থাপনা/হিসাববিজ্ঞান/ফিন্যান্স/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ        /সমাজ কর্ম/সমাজ বিজ্ঞান/ওমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিএসই/ইইই/সিভিল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। শিক্ষা জীবনে একের অধিক ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন সর্বসাকুল্যে ৬০,০০০/- টাকা এবং সংস্থার নিয়ম মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

যে কোন উন্নয়ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে  কমপক্ষে ০৫ (পাঁচ) বছরসহ সর্বমোট ১০ (দশ) বছর চাকরির অভিজ্ঞাতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট/উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। Miocrosoft office Package Operating--এ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজীতে কথা বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর (২৮.০২.২০২৩ তারিখে)

ক্রমিক নং ০৫ ব্যাতিত সকল পদের প্রার্থীদের ১ (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন এবং ক্রমিক নং ০২,০৩ ও ০৪ পদের প্রার্থীগণ চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।


         আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আগামী ০৩.০৪.২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম অবশ্যই লিখতে হবে।


        শর্তাবলী ঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময় সর্বসাকুল্যে বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। নোট ঃ নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীকে সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত জানতে ভিজিট করুণ ঃ www.pmk-bd.org




নিয়োগ বিজ্ঞপ্তি ২৮/০৩/২০২৩ইং

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচিতে কাজ করার জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে।


ক্রমিক নং
পদের নাম
পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

অভিজ্ঞতা ও বয়স
০১

অফিসার ক্রেডিট

২০০ জন

যেকোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান, শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা
স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৩,২৯০ টাকা (পিএফসহ)।

Computer পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩১.০৩.২০২৩ তারিখে)।

০২

ফিল্ড অফিসার

২০০ জন

সর্বসাকুল্যেস্নাতক অথবা সমমান, শিক্ষানবিশকালে ২৬,০০০ টাকা, স্থায়ীকরণের পর ৩০,০৪০ টাকা (পিএফসহ)।

অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীকে বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩১.০৩.২০২৩ তারিখে)।

০৩

একাউন্টস্ অফিসার-II

২০০ জন

বিবিএস, শিক্ষানবিশকালে ২৬,০০০ টাকা

সর্বসাকুল্যেস্থায়ীকরণের পর ৩০,০৪০ টাকা (পিএফসহ)।

MS Word, MS Excel, E-Mail, Internet Browsing সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩১.০৩.২০২৩ তারিখে)। কম্পিউটার চালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নেই।

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলীঃ

• নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ০৩ (তিন) দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ১ (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।

• আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), এই শিরোনামে বর্ণিত তারিখে আবেদনপত্রসহ সকাল ৮:৩০ ঘটিকায় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

• সকল পদে আগ্রহী প্রার্থীদের সুঠাম দেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

• পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে। • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

• নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীদের সম-সুযোগ প্রদান করা হবে এবং নিয়োগ ও যোগদান পরবর্তী পোষ্টিং সংস্থার যেকোন কর্মএলাকায় হতে পারে।

• চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং মোট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য।

• কোন প্রকার সুপারিশ (চাকরি প্রাপ্তি/পোষ্টিং) প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

• নিম্নোক্ত তারিখে উল্লেখিত ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভেন্যু সম্পর্কিত তথ্যের জন্য নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করা যেতে পারেঃ

পদের নামঃ একাউন্টস্ অফিসার-II, ক্রেডিট অফিসার ও ফিল্ড অফিসার

পদের নামঃ ক্রেডিট অফিসার ও ফিল্ড অফিসার

ভেন্যুঃ প্রধান কার্যালয়

একাউন্টস্ অফিসার-II, পরীক্ষার তারিখ-১৩.০৪.২০২৩

ক্রেডিট অফিসার , পরীক্ষার তারিখ-১৫.০৫.২০২৩

ফিল্ড অফিসার, পরীক্ষার তারিখ-১৬.০৫.২০২৩

প্রধান কার্যালয়, জিরাবো-বিশ মাইল রোড, জিরাবো, আশুলিয়া, ঢাকা।

মোবাইল নম্বর- ০১৮৭৭৭০৩২৫০/০১৭০৯৯১৪০০০

ভেন্যুঃ কুমিল্লা সদর শাখা

ক্রেডিট অফিসার , পরীক্ষার তারিখ- ০৯.০৫.২০২৩

ফিল্ড অফিসার, পরীক্ষার তারিখ-১০.০৫.২০২৩

ঠিকানা- হোল্ডিং নং-১৩৪৭/, মোস্তফা টাওয়ার ভূঁইয়া ভিলা, হাজী মফিজ উদ্দিন সড়ক, (পুরাতন কাস্টমস গলি) রেইসকোর্স,সদর, কুমিল্লা। মোবাইল নম্বর- ০১৮৭৭৭০৩৪৩৩/ ০১৮৩২৮৬২৮৯১

পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)



নিয়োগ বিজ্ঞপ্তি ১৭/০৪/২০২৩ইং

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচিতে কাজ করার জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ২৫/০৬/২০২৩ ইং


পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত Skills for Employment Investment Program (SEIP) এর Food & Beverage Production ট্রেড এর জন্য নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রঃনং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

বয়স  ও অভিজ্ঞতা

০১

ইনস্ট্রাক্টর (ফুড এন্ড বেভারেজ প্রডাক্টশন)-

০১ জন।

 

স্নাতক/ডিপ্লোমা, NTVQF Level-03, CBTA Trainer Part Complete

বেতন আলোচনা সাপেক্ষ।

যে কোন ধরণের ফুড এন্ড বেভারেজ প্রডাক্টশন এর উপর 0৫ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সর্বোচ্চ ৪০ বছর (৩০.০৬.২০২৩ তারিখে) ।


      আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সার্টিফিকেট) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা  এই ঠিকানায় আগামী ১৩.০৭.২০২৩ তারিখের মধ্যে স্ব-শরীরে/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হবে।

শর্তাবলীঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। চাকরিতে যোগদানের সময় সর্বসাকুল্যে বেতনের সমপরিমান টাকা জামানত হিসাবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।


পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)


নিয়োগ বিজ্ঞপ্তি


পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত Skills for Employment Investment Program (SEIP) এর Food & Beverage Production ট্রেড এর জন্য নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রঃনং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

বয়স  ও অভিজ্ঞতা

০১

ইনস্ট্রাক্টর (ফুড এন্ড বেভারেজ প্রডাক্টশন)

০১ জন।


স্নাতক/ডিপ্লোমা, NTVQF Level-03, CBTA Trainer Part Complete

বেতন আলোচনা সাপেক্ষ।

যে কোন ধরণের ফুড এন্ড বেভারেজ প্রডাক্টশন এর উপর 0৫ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সর্বোচ্চ ৪০ বছর (৩১.০৮.২০২৩ তারিখে) ।

শর্তাবলীঃ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।


আগ্রহী প্রার্থীগণকে প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা, বরাবর আবেদনপত্রসহ বিস্তারিত সিভি ই-মেইলে (hr.training@pmk-bd.org) আগামী ২৪.০৮.২০২৩ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি বেসরকারী সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।

ক্রঃনং

পদের নাম ও সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

অভিজ্ঞতা, বয়স ও দক্ষতা

০১

শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স)

৪০ জন

স্নাতকোত্তর অথবা সমমান

শিক্ষানবিশকালে ৩৮,০০০/-

স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৪২,৮২০/- টাকা (পিএফসহ)।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে ০৩ (তিন) বছর বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং Computer পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (৩১.০৮.২০২৩ তারিখ পর্যন্ত)। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র বরাবর প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই শিরোনামে আগামী ১৪.০৯.২০২৩ তারিখের মধ্যে circular@pmk-bd.org এই ই-মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নাম্বার এবং নিজস্ব ই-মেইল নাম্বার উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে।

সুযোগ-সুবিধা ও শর্তাবলীঃ

·         নির্বাচিত প্রার্থীদের (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন, চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

·         চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।

·        পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতার সনদের ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) জমাদানসহ সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে।

·         পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে।

·         চাকরিতে যোগদানের সময়ে মোট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য।

·         নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

·      নিয়োগ ও যোগদান পরবর্তী পোষ্টিং সংস্থার যেকোন কর্মএলাকায় হতে পারে। যে কোন ধরণের সুপারিশ (চাকরি প্রাপ্তি/পোস্টিং) প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

·         নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীকে সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।


নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩

নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি বেসরকারী সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।

ক্রঃনং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

অভিজ্ঞতা ও বয়স

০১

ক্রেডিট অফিসার-

২০০ জন

যেকোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান, বেতনঃ শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৩,২৯০ টাকা (পিএফসহ)।

Computer পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩১.০৮.২০২৩ তারিখে)।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), এই বরাবর আবেদনপত্রসহ সকাল ৮:৩০ মিনিটে বর্ণিত তারিখে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই পদের নাম, মোবাইল ও নিজস্ব ই-মেইল নাম্বার উল্লেখ করতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলীঃ

·         নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ০৩ (তিন) দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন, সংস্থার নিয়ম অনুযায়ী মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

·         চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।

·         আগ্রহী প্রার্থীদের সুঠাম দেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

·         পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে।

·         চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং মোট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য।

·         নিয়োগ ও যোগদান পরবর্তী পোষ্টিং সংস্থার যেকোন কর্মএলাকায় হতে পারে। যেকোন প্রকার সুপারিশ (চাকরি প্রাপ্তি/পোষ্টিং) প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

·         নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

·         নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীদের সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

·         নির্বাচিতদের একটি প্যানেল তৈরী করে রাখা হবে এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও যোগদানের জন্য আহবান করা হবে।

 পরীক্ষার ভেন্যু ও তারিখ

পদের নামঃ ক্রেডিট অফিসার

পদের নামঃ ক্রেডিট অফিসার

 ভেন্যুঃ কুমিল্লা সদর শাখা

পরীক্ষার তারিখ- ০৩.১০.২০২৩

ঠিকানা- হোল্ডিং নং-১৩৪৭/, মোস্তফা টাওয়ার ভূঁইয়া ভিলা, হাজী মফিজ উদ্দিন সড়ক, (পুরাতন কাস্টমস গলি) রেইসকোর্স,সদর, কুমিল্লা।

ভেন্যুঃ জিরাবো, আশুলিয়া, ঢাকা।

পরীক্ষার তারিখ- ১০.১০.২০২৩

মমতা পল্লী (প্রধান কার্যালয় সংলগ্ন), জিরাবো-বিশ মাইল রোড, জিরাবো, আশুলিয়া, ঢাকা।

নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩

cjøx g½j Kg©m~Px (wcGg‡K), gvB‡µv‡µwWU ‡i¸‡jUix A_wiwU (GgAviG) Gi mb`cÖvß GKwU RvZxq ch©v‡qi mycÖwZwôZ †emiKvix Dbœqb cÖwZôvb| hvi GgAvimb` b¤^i-00862-00387-00312| D³ cÖwZôv‡bi ÿz`ªA_©vqb Kg©m~Px‡Z KvR Kivi Rb¨ wb¤œewY©Z c‡` †jvK wb‡qvM Kiv n‡e|

µt bs

c‡`i bvg

c‡`i msL¨v

wkÿvMZ †hvM¨Zv I AwfÁZv

eqm

‡eZb fvZv I Ab¨vb¨ myweavw`

01

md&UIq¨vi †W‡fjcvi

3 Rb

evsjv‡`‡ki ¯^xK…Z †Kvb †evW©/wek^we`¨vjq n‡Z

we.Gm.wm. A_ev Gg.Gm.wm. Bb Kw¤úDUvi

mv‡qÝ GÛ BwÄwbqvwis| md&UIq¨vi ˆZix‡Z

cuvP eQ‡ii ev¯Íe AwfÁZv _vK‡Z n‡e|

m‡e©v”P 35 eQi

Av‡jvPbv mv‡c‡ÿ

02


GgAvBGm GÛ

AvBwmwU Awdmvi

(cyiæl)

10 Rb

evsjv‡`‡ki ¯^xK…Z †Kvb †evW©/wek^we`¨vjq n‡Z

wW‡cøvgv Bb Kw¤úDUvi mv‡qÝ/¯œvZK|

ÿz`ªFY Kvh©µg md&UIq¨vi cwiPvjbvq

AwfÁ‡`i AMÖvwaKvi †`Iqv n‡e|

25-35 eQi

Av‡jvPbv mv‡c‡ÿ

AvMÖnx cÖv_©xMY‡K Rxeb e„ËvšÍ, cÖ‡qvRbxq KvMRcÎ (wkÿvMZ †hvM¨Zv, †Pqvig¨vb KZ…©K PvwiwÎK/bvMwiKZ¡ mb`cÎ I RvZxq cwiPqc‡Îi mZ¨vwqZ d‡UvKwc, AwfÁZvi mvwU©wd‡KU) Ges m`¨ †Zvjv cvm‡cvU© mvB‡Ri i½xb Qwemn ev‡qvWvUv AvMvgx 31/12/2023 Bs Zvwi‡Li g‡a¨ circular@pmk-bd.org ‡gBj G ‡cÖiY Kivi Rb¨ Aby‡iva Kiv nj| ïaygvÎ evQvBK…Z cÖv_©x‡`i wb‡qvM cixÿvq AskMÖn‡Yi Rb¨ Avnevb Kiv n‡e|


kZ©vejxt mvÿvrKv‡ii mgq mKj g~j mb`cÎ Ges RvZxqc‡Îi g~j Kwc †`Lv‡Z n‡e| cixÿvq AskMÖn‡Yi Rb¨ †iwR‡óªkb wd eve` 200 (`yBkZ) UvKv (A‡diZ‡hvM¨) bM‡` cÖ`vb Ki‡Z n‡e| PvKzix‡Z †hvM`v‡bi mg‡q ‡gvU †eZ‡bi mgcwigvb UvKv RvgvbZ wnmv‡e Rgv w`‡Z n‡e| hv PvKzix †k‡l ms¯’vi wbqg Abyhvqx my`mn †diZ‡hvM¨| wbe©vPbx cixÿvq AskMÖn‡bi Rb¨ †Kvb wUG/wWG cÖ`vb Kiv n‡e bv|


নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি বেসরকারী সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।

ক্রঃনং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

অভিজ্ঞতা ও বয়স



শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স)

৪০ জন

অধিকতর যোগ্যতাসম্পন্নদের ক্ষেত্রে বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ।

স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৪২,৮২০/- টাকা (পিএফসহ)।

বেতন-ভাতাঃ শিক্ষানবিশকালে ৩৮,০০০/- টাকা,

স্নাতকোত্তর অথবা সমমান,


জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে ০৩ (তিন) বছর বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং Computer পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (৩০.১১.২০২৩ তারিখ পর্যন্ত)। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।



ক্রেডিট অফিসার-

২০০ জন

যেকোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান,

বেতন-ভাতাঃ শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৩,২৯০ টাকা (পিএফসহ)।

Computer পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩০.১১.২০২৩ তারিখে)।


ফিল্ড অফিসার- ২০০জন

স্নাতক অথবা সমমান,

বেতন-ভাতাঃ শিক্ষানবিশকালে ২৬,০০০ টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩০,০৪০ টাকা(পিএফসহ)।

অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীকে বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩০.১১.২০২৩ তারিখে)।


একাউন্টস্ অফিসার-II ৫০ জন

বিবিএস,

বেতন-ভাতাঃ শিক্ষানবিশকালে ২৬,০০০ টাকা,

স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩০,০৪০ টাকা (পিএফসহ)।

MS Word, MS Excel, E-Mail, Internet Browsing সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩০.১১.২০২৩ তারিখে)। কম্পিউটার চালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নাই।

০১ নং পদের (শাখা ব্যবস্থাপক) আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র আগামী ৩১.১২.২০২৩ তারিখের মধ্যে ই-মেইলে (circular@pmk-bd.org) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। ০২, ০৩ এবং ০৪ নং পদের আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), এই বরাবর আবেদনপত্রসহ সকাল ৮:৩০ মিনিটে বর্ণিত তারিখে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই পদের নাম, মোবাইল ও নিজস্ব ই-মেইল নাম্বার উল্লেখ করতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলীঃ

·          নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ১০ (দশ) দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের সংস্থার নিয়ম অনুযায়ী আবাসন ভাতা প্রদান, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন, সংস্থার নিয়ম অনুযায়ী মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

·          চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।

·          আগ্রহী প্রার্থীদের সুঠাম দেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

·          পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে।

·          চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং মোট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য।

·          নিয়োগ ও যোগদান পরবর্তী পোষ্টিং সংস্থার যেকোন কর্মএলাকায় হতে পারে। যেকোন প্রকার সুপারিশ (চাকরি প্রাপ্তি/পোষ্টিং) প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

·          ০২, ০৩ এবং ০৪ নং পদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

·          নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

·          নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীদের সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

·          নির্বাচিতদের একটি প্যানেল তৈরী করে রাখা হবে এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও যোগদানের জন্য আহবান করা হবে।


পরীক্ষার ভেন্যু, পদের নাম ও পরীক্ষার তারিখ

ভেন্যুঃ পিএমকে প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা।

মমতা পল্লী (প্রধান কার্যালয় সংলগ্ন),

ঢাকা-আশুলিয়া-ইপিজেড রোড, জিরাবো, আশুলিয়া, ঢাকা।


ভেন্যুঃ ময়নামতি (কুমিল্লা) শাখা

ঠিকানা-গ্রাম:ফরিজপুর (ইংরেজ কবরস্থানের পাশে), পো:ময়নামতি বাজার, থানা:বুড়িচং, জেলা: কুমিল্লা।

একাউন্টস্ অফিসার-II: পরীক্ষার তারিখ- ০৩.০১.২০২৪

ক্রেডিট অফিসার: পরীক্ষার তারিখ- ২৩.০১.২০২৪

ফিল্ড অফিসার: পরীক্ষার তারিখ- ২৪.০১.২০২৪

ক্রেডিট অফিসার: পরীক্ষার তারিখ- ১০.০১.২০২৪

ফিল্ড অফিসার: পরীক্ষার তারিখ- ১১.০১.২০২৪


নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি বেসরকারী সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে।

ক্রঃনং

পদের নাম

শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা

অভিজ্ঞতা ও বয়স

০১

সহকারী কর্মসূচী ব্যবস্থাপক (এপিএম)-২০ জন

স্নাতকোত্তর অথবা সমমান

বেতন-ভাতাঃ শিক্ষানবিশকালে ৪২,০০০/- টাকা,

স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৫০,৫৫০/- টাকা (পিএফসহ)। অধিকতর যোগ্যতাসম্পন্নদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে ০৫ (পাঁচ) বছর এবং সমপর্যায়ের পদে ০৩ (তিন) বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৫টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক। বয়স সর্বোচ্চ ৪২ বছর (৩১.০১.২০২৪ তারিখ পর্যন্ত)। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

০২

শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স)-৪০ জন

স্নাতকোত্তর অথবা সমমান

বেতন-ভাতাঃ শিক্ষানবিশকালে ৩৮,০০০/- টাকা,

স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৪২,৮২০/- টাকা (পিএফসহ)। অধিকতর যোগ্যতাসম্পন্নদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।

জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে ০৩ (তিন) বছর বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং Computer পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৮ বছর (৩১.০১.২০২৪ তারিখ পর্যন্ত)। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

০৩

ক্রেডিট অফিসার-২০০ জন

স্নাতক অথবা সমমান

বেতন-ভাতাঃ শিক্ষানবিশকালে ২৬,০০০ টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩০,০৪০ টাকা (পিএফসহ)।

অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ২৫ বছরের কম নহে (৩১.০১.২০২৪ তারিখ পর্যন্ত)। বাই সাইকেল/মোটর সাইকেল চালানোর পারদর্শীতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।

·         আবেদনকৃতদের একটি প্যানেল তৈরী করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ পরীক্ষা, প্রশিক্ষণ ও যোগদানের জন্য আহবান করা হবে।

·         নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীদের সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

·         নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

·         ৩ নং পদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

·         নিয়োগ ও যোগদান পরবর্তী পোষ্টিং সংস্থার যেকোন কর্মএলাকায় হতে পারে। যেকোন প্রকার সুপারিশ (চাকরি প্রাপ্তি/পোষ্টিং) প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

·         চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং মোট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য।

·         আগ্রহী প্রার্থীদের সুঠাম দেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

·         চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ০৬ (ছয়) মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে।

·         নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ১০ (দশ) দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্মএলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের সংস্থার নিয়ম অনুযায়ী আবাসন ভাতা প্রদান, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন, সংস্থার নিয়ম অনুযায়ী মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলীঃ

সকল পদের আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), জিরাবো,আশুলিয়া,ঢাকা বরাবর আগামী ১৪.০৩.২০২৪ তারিখের মধ্যে শুধুমাত্র ই-মেইলে (circular@pmk-bd.org) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। আবেদনপত্রে অবশ্যই পদের নাম, মোবাইল ও নিজস্ব ই-মেইল নাম্বার উল্লেখ করতে হবে।